দেশের ঘরোয়া ক্রিকেটে গত বছর নতুন মাত্রা যোগ করেছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটে অনুষ্ঠিত সেই আসরে ক্রিকেটারদের পারফরম্যান্স ও ম্যাচগুলোর উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল ভক্তদের হৃদয়। এবার দ্বিতীয় আসর নিয়ে আসছে আরও বড় পরিসরের আয়োজন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যদিও নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
গেল বছরের মতো এবারও ৮টি বিভাগীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে। তবে নতুনত্ব থাকছে ভেন্যু নির্বাচনে। আগেরবার শুধুমাত্র সিলেটে খেলা হলেও এবার ঢাকার মিরপুর ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যুক্ত হচ্ছে আয়োজনে। ফলে দর্শকরা আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন ঘরোয়া তারকাদের খেলা।
উল্লেখ্য, এনসিএল টি-টোয়েন্টি গত বছরই আইসিসি’র কাছ থেকে প্রথম শ্রেণির স্বীকৃতি পেয়েছে, যা এই টুর্নামেন্টের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণে। বিপিএলের আগে এই আসরটি হতে পারে দেশি ক্রিকেটারদের জন্য পারফরম্যান্সের বড় মঞ্চ। এখানে ভালো খেললেই বিপিএলে দলে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











