তার বয়স ৪১ ছুঁইছুঁই। কিন্তু এই বয়সে ১০ দিনের মধ্যে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি উপহার দিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ফাফ ডু-প্লেসিস। আর তাতেই ডু-প্লেসিস গড়লেন নতুন এক রেকর্ড! অর্থাত সেঞ্চুরিতে টি-টোয়েন্টির রেকর্ড বইয়ে নতুন এক পাতার উন্মোচন করলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান।
মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হয়ে এমআই নিউইয়র্কের বিপক্ষে এবার ৫৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন ডু-প্লেসিস। ডালাসে বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে টেক্সাস অধিনায়কের ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০ পেরিয়ে দুটি সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান এখন ডু প্লেসিস। এবারের মেজর লিগ ক্রিকেটেই তিনি কদিন আগে সেঞ্চুরি করেছিলেন স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে।
এর আগে গত ২০ জুন সেঞ্চুরিটি করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল ৪০ বছর ৩৪২ দিন। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির নিজের রেকর্ডই আবার নতুন করে লিখিয়েছিলেন তিনি। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন আরও একবার।
এই সেঞ্চুরিটি করলেন ৪০ বছর ৩৫১ দিন বয়সে। সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডে ডু প্লেসির ওপরে নাম আছে কেবল দুজনের। ২০০৭ সালে ৪১ বছর ৩৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের গ্রায়েম হিক। ২০১৭ সালে তাকে ছাড়িয়ে ৪১ বছর ৬৫ দিন বয়সে সেঞ্চুরি করেন আরেক ইংলিশ ক্রিকেটার পল কলিংউড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














