আন্তর্জাতিক ক্রিকেটে পাদপ্রদীপের আলো থেকে সরে গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও ফাফ ডু প্লেসির ব্যাটে আগুন জ্বলে। যুক্তরাষ্ট্রে চলমান মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের হয়ে দুর্দান্ত শতক হাঁকিয়ে তৃতীয় সর্বোচ্চ বয়সী ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরির তালিকায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।
৪০ বছর ৩৪২ দিন বয়সে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ডু প্লেসি করেন ঝকঝকে ১০০ রান। তার এই সেঞ্চুরি আসে মাত্র ৫১ বলে, যেখানে ছিল ৬টি চারে ও ৭টি ছক্কা। ডেভন কনওয়ের সঙ্গে ৯৭ রানের ওপেনিং জুটি গড়ার পর ইনিংসের মূল দায়িত্ব নেন তিনি। তবে ব্যক্তিগত শতক পূর্ণ করার পরই আউট হন।
এই সেঞ্চুরি ডু প্লেসির টি-টোয়েন্টি ক্যারিয়ারে অষ্টম। আর বয়সের হিসেবে তার ওপরে রয়েছেন কেবল পল কলিংউড (৪১ বছর ৬৫ দিন) ও গ্রায়েম হিক (৪১ বছর ৩৭ দিন)। ফলে এই কীর্তি তাকে তুলেছে সময়ের সীমানা অতিক্রম করে ব্যাটিং নৈপুণ্যের অনন্য উচ্চতায়।
টেক্সাস সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯৮ রান। যদিও ম্যাচটি জিতে নেয় সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, ২৩ বল হাতে রেখেই। জয় এনে দেন ম্যাথু শর্ট (৬১) ও ফিন অ্যালেন (৭৮)।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















