সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের ম্যাচে ঢাকার দেয়া ১১২ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৪০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় লাভ করলো রংপুর রাইডার্স। এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতলো রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৪৪ রান করেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস।
প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা ক্যাপিটালস। রংপুরের বোলারদের তোপের মুখে মাত্র ১৬.৩ ওভারেই ১১১ রানে অল আউট হয়ে যায় ঢাকা। দলের হয়ে কেউই হাল ধরতে পারেনি। ঢাকার হয়ে সর্বোচ্চ ১৬ বলে ২০ রান করেছিলেন তানজিদ হাসান। এছাড়া সদ্য দলে ভেড়ানো ইংলিশ ওপেনার জেসন রয়ও তেমন সুবিধা করতে পারেনি। ১২ বলে ১৮ রান করে বিদায় নেন তিনি। এছাড়া সাব্বির, মোসাদ্দেক, পেরেরা, লিটন দাস সহ কেউই ব্যাট হাতে ভালো করতে পারেনি। ফলত ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১১১ রান।

বিপরীতে, ১১২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম তামিমকে হারায় রংপুর। যুবা এই চ্যাম্পিয়ন আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আজ করতে পারলেন মোটে ১৪ বলে ৫ রান।আগের ম্যাচে সেঞ্চুরি করা অ্যালেক্স হেলস ছন্দে ছিলেন আজও । ২৭ বলে ৪ চার ও ৩ ছয়ে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। পরে মোসাদ্দেক হোসেনের বলে আউট হন।পরে দুই পাকিস্তানি খেলোয়াড় ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ’র ব্যাটে চড়ে জয় নিশ্চিত হয় রংপুরের। ইফতিখার ১২ বলে ৯ এবং খুশদিল ১৩ বলে ৪ চার ও ১ ছয়ে ২৭ রানে অপরাজিত থাকেন।
ভাগ্য দেবীর সুনজর যেন পড়ছেই না ঢাকার উপর। চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে শাকিব খানের দল। ঢাকা পর্বে টানা তিন হারের পর ভাগ্য বদলালো না সিলেটেও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















