বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন শান্ত

টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ। ফলে সমালোচনা শুরুতে হয়েছে অনেক। অবশেষে নিন্দুকদের মুখে চুনকালি মেখে বিশ্বকাপ মিশন শুরু করলো টাইগাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়।

শ্রীলঙ্কার দেয়া ১২৪ রানের লক্ষ্যে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। ব্যাটিংয়ে নেমে কোনো রান না করেই বিদায় নেন সৌম্য সরকার। এরপর ব্যর্থ তামিম ও শান্ত। পরে লিটন দাসের ৩৬, তাওহীদ হৃদয়ের ৪০ এবং শেষদিকে রিয়াদের ১৪ রানে ভর করে ৬ বল বাকি থাকতে ২ উইকেটে জয় তুলে নেয়া বাংলাদেশ।

জয়ের পর ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জয় নিয়ে শান্ত বলেন, ‘সবাই যেভাবে খেলেছে তাতে খুশি। রান চেজ করা সহজ ছিল না, তবে আমরা সত্যি বলতে ভাল ব্যাট করিনি। আজকের উইকেট বেশ ভাল ছিল।’

তবে রানখরায় ভুগতে থাকা লিটনকে নিয়ে শান্ত বললেন, ‘লিটন তার দক্ষতা দেখিয়েছে। তাওহীদ (হৃদয়) যেভাবে ব্যাটিং করেছে, তা আমাদের সহায়তা করেছে ম্যাচ জিততে। দর্শকদের জন্য খুশি এবং আমি আশা করি তারা আবার মাঠে এসে আমাদের সমর্থন করবেন।’

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। সবশেষ সিরিজও লঙ্কানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

Exit mobile version