ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে আর্লিং হালান্ডকে না পাওয়ার একটা শঙ্কা থাকলেও তা অনেকটা কেটে গেছে। হালান্ড এ ম্যাচে মাঠে নামবেন। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তিনি।
ফারো আইল্যান্ডের বিপক্ষে নওয়ের প্রীতি ম্যাচে গোড়ালিতে আঘাত পেয়েছিলেন হালান্ড। এ কারণে ইউরো বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার।
নরওয়ে দলের ডাক্তার বলেন, হালান্ডের আঘাতটা গুরুতর না হলেও বেশ ব্যথা পাচ্ছে। এ মৌসুমের শুরুতে বোর্নেমাউথের বিপক্ষে খেলার সময় একইরকম ইনজুরির শিকার হয়েছিলেন হালান্ড। ১৩ গোল করে শুধু ম্যানসিটির নয় লিগের সর্বোচ্চ গোলদাতা হালান্ড।
এ সপ্তাহের শুরুতে হালান্ড ম্যানসিটিতে ফিরেছেন। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বৃহষ্পতিবার অনুশীলনও করেছেন। তার দলে ফেরায় ম্যানসিটির শক্তিও বেড়েছে।
ম্যানচেস্টার সিটি বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান মাত্র এক। ম্যানসিটির পয়েন্ট ২৮, লিভারপুলের ২৭।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















