কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের দিন কলম্বিয়ায় সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। জাতি সংঘের শান্তি মিশনের কাজে এই মুহর্তে নিউইয়র্কে অবস্থান করছেন কলম্বিয়ার সরকার প্রধান। সেখানেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশবাসীর জন্য সাধারণ ছুটি ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকার ৪৮তম ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। অবশ্য স্থানীয় সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই রাত ৮টায়।
সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানও সাধারণ ছুটির আওতায় পড়বে বলে জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, কলম্বিয়ার জাতীয় দল আমাদের একতার প্রতীক। আমরা সবাই মিলে ফুটবলারদের ফাইনাল লড়াই উপভোগ করবো।’
কোপা আমেরিকায় ২০০১ সালে কলম্বিয়া তাদের একমাত্র শিরোপা জয় করে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে। এর আগে ১৯৯১ সালের টুর্নামেন্টে সরাসরি ফাইনাল ছিলো না। গ্রুপ পর্বের লড়াই শেষে শীর্ষ চার দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হয়। সেখানে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরেছিলো কলম্বিয়া।