নানা বিতর্ক আর দুর্নীতির পর বশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আবদুস সালাম মুর্শেদী। জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার বাফুফে সিনিয়র সহসভাপতি পদে ছিলেন ২০০৮ সাল থেকে।
বাফুফের সভাপতির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ সিনিয়র সহসভাপতি ছাড়াও সালাম মুর্শেদী বাফুফের অর্থ কমিটি ও রেফারিজ কমিটির প্রধানও ছিলেন। অবশেষে এই দুটি পদ থেকেও তিনি পদত্যাগ করলেন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সবশেষ সালাম মুর্শেদী খুলনা–৪ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।