লা লিগার এবারের মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তাঁরা। নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিক ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে কাতালান বাহিনী। মৌসুমের প্রথম ম্যাচ জয়ের নায়ক রবার্ট লেভানডফস্কির সাথে এদিন স্কোরশিটে নিজের নাম লিখিয়েছেন ইউরো জয়ী স্প্যানিশ স্ট্রাইকার লামিন ইয়ামাল।
এদিন ম্যাচের ২৪ মিনিটে দারুণ শটে বার্সাকে লিড এনে দেন ইয়ামাল। তবে বিরতির আগে পেনাল্টি বক্সের ভেতরে ফাউল করে অ্যাথলেটিককে পেনাল্টি উপহার দেয় স্বাগতিকরা। সেখান থেকে ওহান সানসেটের গোলে ভর করে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
পুরো ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছেন লেভানডফস্কি। প্রথম ম্যাচে দুই গোল করা এই পোলিশ স্ট্রাইকারের গোলেই অবশ্য পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৭৫ মিনিটে তাঁর পা থেকেই আসে জয়সূচক গোলটি। ২-১ গোলে জয়ে নিয়ে মাঠ ছেড়েছে হ্যান্সি ফ্লিকের দল।