ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে মিকেল আর্তেতার। ক্লাবটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন স্প্যানিশ এই কোচ। ২০২৭ সাল পর্যন্ত দলটির দায়িত্ব পালন করবেন তিনি। চলতি মৌসুমের পরই ৪২ বছর বয়সী আর্তেতার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল।
লন্ডনের ক্লাবটি এক বিবৃতি দিয়ে তার সঙ্গে নতুন চুক্তি করার কথা জানায়। ইংলিশ গণমাধ্যমের খবর, সব মিলিয়ে আরও ৩ বছর ক্লাবটিতে থাকবেন আর্তেতা।
গত মাসেই আর্সেনালে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় আর্তেতাকে। তিনি বলেন,`আমি অত্যন্ত গর্বিত, খুবই রোমাঞ্চিত এবং সামনের সময়ের জন্য উন্মুখ হয়ে আছি। আমি যেখানে আছি এবং ক্লাবের সবার সঙ্গে আমার যে সম্পর্ক রয়েছে, তার জন্য আমি গর্বিত।’