ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও দারুণ জয় আর্সেনালের। রোমাঞ্চকর ম্যাচে নিজেদের মাঠে সাউথ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।
এদিন ম্যাচের ৫৫ মিনিটে আর্চার গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। তবে তিন মিনিট পরই আর্সেনালকে ১-১ সমতায় ফেরান কাই কাই হাভার্টজ। ৬৮ মিনিটে দলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল মার্টিনেল। এরপর ম্যাচরে ৮৮ মিনিটে বুকায়ো সাকা ব্যবধান ৩-১ করেন।
এ জয়ের ফলে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্না স্লটের দল।