গুঞ্জন ছিল, এখন বাস্তব। হাভিয়ের মাশ্চেরানো এখন ইন্টার মায়ামির প্রধান কোচ। যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট পাওয়ার পরই তিনি দলের দায়িত্ব বুঝে নেবেন। প্রাথমিকভাবে মাশ্চেরানোর সঙ্গে লিওনেল মেসির ক্লাবটির তিন বছরের চুক্তি হয়েছে।
কোচিং স্টাফে হাভিয়ের মাশ্চেরানো সঙ্গী কারা হচ্ছেন সে বিষয়ে এখনো কোনো কিছু জানানো হয়নি।
মাশ্চেরানো বর্তমানে আর্জেন্টিনার অনুর্ধ্ব-২০ জাতীয় দলের দায়িত্বে রয়েছেন। নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, মায়ামির দায়িত্ব নেওয়া আমার জন্য একটা সম্মানের ব্যাপার। আমি ইন্টার মায়ামিকে নতুন উচ্চতায় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আশা করছি তাদের কিছু স্মরণীয় মুহুর্ত উপহার দিতে পারবো।
মাশ্চেরানো আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন। মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে কয়েকদিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নেন।
মাশ্চেরানোর মায়ামির দায়িত্ব নেওয়ায় সাবেক দুই বন্ধু লিওনেল মেসি ও মাশ্চেরানো আবার এক হচ্ছেন। এমনিতেই জাতীয় দলে লিওনেল মেসি ও মাশ্চেরানো সতীর্থ ছিলেন। একই সঙ্গে খেলেছেন বার্সেলোনাতেও।