দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই ফুটবলে ব্রাজিলের জয়রথ থামিয়ে দিল ভেনেজুয়েলা। আজ সকালে অনুষ্ঠিত বাছাই পর্বের তৃতীয় ম্যাচে ব্রাজিল ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ব্রাজিলের হয়ে গোল করেছেন গ্যাব্রিয়েল। ভেনেজুয়েলার হয়ে সমতা ফিরিয়েছেন এডুয়ার্ড বেলো।
তিন ম্যাচে ব্রাজিলের এটা প্রথম ড্র। অন্য দুই ম্যাচে জয় পেয়েছে হলুদ জার্সিধারীরা।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যায় ব্রাজিল। নেইমারের কর্নার কিক থেকে হেড করে গোলটি করেন গ্যাব্রিয়েল। ব্রাজিল অবশ্য প্রথমার্ধে আধিপত্য করেছে, গোলের সম্ভাবনাও তৈরি করেছে তবে সেগুলো এমন সব হুমকি ছিল না যা তাদেরকে গোল এনে দিতে পারতো। এর মাঝে দ্বাদশ মিনিটে নেইমার একবার বিপদজনক হয়ে দেখা দিয়েছিলেন। কিন্তু রিঙ্কন তাকে বাধা দেয়। এর ফলে ব্রাজিল যে ফ্রি কিকটা পেয়েছিল তা ছিল আরো বিপদজনক। তবে শেষ পর্যন্ত সুযোগটা কাজে লাগাতে পারেনি স্বাগতিক দল।
রদ্রিগো এবং ভিনিসিয়ূস জুনিয়েরের চেষ্টায় একবার গোল দ্বিগুন করার সুযোগ পেয়েছিল ব্রাজিল। নেইমারের কাছ থেকে বল পেয়ে ভিনিসিয়ূস তা দিয়েছিলেন রদ্রিগোকে। কিন্তু তার নেওয়া শট পার্শ্বনেটে আছড়ে পড়ে। উল্টো ম্যাচের একেবারে অন্তিম মুুহূর্তে গোল হজম করে পয়েন্টহারায় ব্রাজিল। একই সঙ্গে শীর্ষস্থানও।
৮৫ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরায় ভেনেজুয়েলা। এডুয়ার্ড বেলো দুর্দান্ত বাই সাইকেল কিকে গোলটি করেন। জেফারসন সাভারিনোর কাছ থেকে বল পেয়ে মূল্যবান এই গোলটি করেন তিনি। এই ড্রর ফলে শীর্ষস্থান হারিয়েছে ব্রাজিল। বরং টানা তিন জয়ে এখন এ অঞ্চলের পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে আর্জেন্টিনা। তিন ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৯। ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে। এদিকে ব্রাজিলের ম্যাচের আগে অনুষ্ঠিত ম্যাচে ইকুয়েডর ২-১ গোলে বলিভিয়াকে, আর্জেন্টিনা ১-০ গোলে প্যারাগুয়েকে এবং চিলি ২-০ গোলে পেরুকে হারায়। কলাম্বিয়া-উরুগুয়ে ম্যাচ ২-২ গোলে ড্র হয়।