ফুটবল এগারজনের খেলা। কিন্তু সিরি ‘আ’তে শুক্রবার রাতে এসি মিলানের বিপক্ষে যখন ম্যাচ শেষের বাঁশি বাজছে তখন ল্যাজিওর খেলোয়াড় সংখ্যা মাত্র ৮। অর্থাৎ তাদের তিন খেলোয়াড় লাল কার্ড দেখে বহিষ্কার হয়েছেন। একজন ৫৭ মিনিটে অন্য দুইজন ইনজুরি সময়ে। এমন ম্যাচে হারটাই স্বাভাবিক।
ল্যাজিও হেরেছেও। তবে এসি মিলান প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসব করতে পারেনি, মাত্র এক গোলে জয় পেয়েছে। ৮৮ মিনিটে গোলটি করেন নোহা ওকাফোর।
সব ধরণের প্রতিযোগিতায় গত তিন ম্যাচে জয় পায়নি মিলান। ল্যাজিওয়ে হারিয়ে ৫৬ পয়েন্ট নিয়ে এসি মিলান টেবিলের তৃতীয় স্থানের রয়েছে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এরই মধ্যে ১৩ হয়েছে। ব্যবধান আরো বাড়ার শঙ্কা রয়েছে। কেননা ইন্টার একটা ম্যাচ কম খেলেছে।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলেও মিলানের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। অ্যাওয়েতে গত তিন ম্যাচে তাদের জালে প্রতিপক্ষরা আটবার বল ফেলেছে।
ফুটবল এগারজনের খেলা। কিন্তু সিরি ‘আ’তে শুক্রবার রাতে এসি মিলানের বিপক্ষে যখন ম্যাচ শেষের বাঁশি বাজছে তখন ল্যাজিওর খেলোয়াড় সংখ্যা মাত্র ৮। অর্থাৎ তাদের তিন খেলোয়াড় লাল কার্ড দেখে বহিষ্কার হয়েছেন। একজন ৫৭ মিনিটে অন্য দুইজন ইনজুরি সময়ে। এমন ম্যাচে হারটাই স্বাভাবিক। ল্যাজিও হেরেছেও। তবে এসি মিলান প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসব করতে পারেনি, মাত্র এক গোলে জয় পেয়েছে। ৮৮ মিনিটে গোলটি করেন নোহা ওকাফোর।
এ জয়ের মাঝ দিয়ে অবশেষে জয়ের মুখ দেখেছে এসি মিলান। সব ধরণের প্রতিযোগিতায় গত তিন ম্যাচে তারা জয়হীন ছিল। এ জয়ের ফলে ৫৬ পয়েন্ট নিয়ে এসি মিলান পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানের রয়েছে। শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এরই মধ্যে ১৩ হয়েছে। ব্যবধান আরো বাড়ার শঙ্কা রয়েছে। কেননা ইন্টার একটা ম্যাচ কম খেলেছে।
পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকলেও ইন্টার মিলানের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। অ্যাওয়েতে গত তিন ম্যাচে তাদের জালে প্রতিপক্ষরা আটবার বল ফেলেছে। আর এ সব প্রতিপক্ষ যে খুব একটা শক্তিশালী ছিল তা নয়। সবগুলো ক্লাবই পয়েন্ট টেবিলে শীর্ষ দশের বাইরে আছে।
মিলান তাদের পরবর্তী ম্যাচ খেলবে ইউরোপা লিগে। আগামী বৃহষ্পতিবার ইউরোপা লিগে তাদের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ। তারপর ঘরোয়া লিগে এম্পোলির মুখোমুখি হবে তারা।