ইন্টার মিলানকে হারিয়ে আর্সেনালের সাতে সাত , উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয় ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত অ্যাওয়ে ম্যাচে তারা ইন্টার মিলানকে উড়িয়ে দিয়েছে। পেয়েছে ৩-১ গোলে জয়। গ্যাব্রিয়েল জেসুস জোড়া গোল করেন। ভিক্টর গয়োকেরেস করেন অন্য গোলটি। ইন্টার মিলানের হয়ে ব্যবধান কমান পিটার সুচিচ।
এবারের মৌসুমে চ্যাাম্পিয়ন্স লিগে এটা ছিল সাত ম্যাচে আর্সেনালের সপ্তম জয়। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে। ১৫ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ রয়েছে তৃতীয় স্থানে। তাদেরও ১৫ পয়েন্ট। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। ১২ পয়েণ্ট নিয়ে ইন্টার মিলান রয়েছে নবম স্থানে।
এ জয়ের ফলে আর্সেনালের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়েছে।
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের আধিপত্য ছিল স্পষ্ট। দশম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে দলকে এগিয়ে দেন। তবে এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। স্বাগতিক দলকে খেলায় ফিরিয়ে আনেন পিটার সুচিচ। ম্যাচের বয়স আধাঘন্টা হতেই আর্সেনালকে আবার এগিয়ে নেন ভিনিসিয়ুস। আর ম্যাচের শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে আর্সেনাল তাদের শেষ গোল পায়।
আর্সেনাল এবার দূর্দান্ত ফর্মে রয়েছে। এবার তাদের শিকারে পরিণত হয়েছে বায়ার্ন মিউনিখ আর অ্যাতলেতিকো মাদ্রিদের মতো শক্তিশালী দল। এবার তারা হারালো গতবারের ফাইনালিস্টদের।
