আইপিএল থেকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় সিদ্ধান্তে মুখ খুললেন রংপুরের কোচ। বিপিএলের দল রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার বাঁহাতি পেসারের পেশাদারিত্ব ও মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন। সেই সাথে তিনি বলেন মোস্তাফিজ পেশাদার ও খুবই বিনয়ী ।

বৃহস্পতিবার সিলেটে দলের অনুশীলন শেষে মিকি আর্থার বলেন,
‘দেখুন, মোস্তাফিজ পুরোপুরি পেশাদার একজন ক্রিকেটার। আমাদের জন্য সে অনেক বিশেষ একজন, দারুণ পারফর্ম করছে, তার কোয়ালিটি আমরা জানি।
বিপিএলে মোস্তাফিজের পারফরম্যান্স রংপুরের বড় শক্তির জায়গা হয়ে উঠেছে। নতুন বলে উইকেট নেওয়া থেকে শুরু করে ডেথ ওভারে রান আটকে রাখা, প্রতিটি জায়গাতেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই আইপিএলের মতো মঞ্চে আবারও সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতায় সেই সুযোগ হাতছাড়া হয়।
এ বিষয়ে আর্থার বলেন, মুস্তাফিজকে শুধু ভালো বোলার হিসেবে দেখলে ভুল হবে। তিনি বলেন,
“সে বিশ্বের সেরা যদি না-ও হয়, অন্তত ততটা ভালো যতটা ভালো হওয়া সম্ভব। গুড টিম ম্যান, খুবই বিনয়ী। সে তার কাজ করে যাচ্ছে, নিজের সেরাটা দিয়ে। তবে বিষয়টা তার জন্য হতাশাজনক, যা হয়ে গেল। কলকাতার হয়ে খেলতে সে প্রস্তুত ছিল। বিষয়টা সত্যিই হতাশাজনক।
এছাড়া তিনি বলেন,‘হ্যাঁ, মোস্তাফিজের সাথে কথা হয়েছে আলাদা করে। এটা তো জানেন ভাষাগত পার্থক্য আছে আমাদের। তবে সে কী বলে আমি বুঝতে পেরেছি, আমি কী বলেছি তা-ও সে বুঝতে পেরেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















