পয়েন্ট ভাগাভাগি করলেও বুন্দেসলিগায় চলমান মৌসুমে বায়ার্ন মিউনিখ ছিল অপরাজিত। একের পর এক জয়ে তারা নিজেদেরকে অন্যদের থেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিল। উড়ছিল আকাশে। কিন্তু শনিবার রাতে বায়ার্নকে মাটিতে নামালো অগসবুর্গ । বায়ার্নকে তাদের মাটিতেই ছিল হারের তিক্ত স্বাদ। এগিয়ে থেকে নিজেদের মাঠের খেলায় অগসবুর্গের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
এই হারে পয়েন্ট টেবিলে বায়ার্ন মিউনিখের অবস্থার অবশ্য কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা দলটি শীর্ষেই রয়েছে। ১৯ ম্যাচ থেকে তাদের পয়েণ্ট ৫০। দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের পয়েন্ট ৪২।
বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড এ পর্যন্ত মাত্র একটা করে ম্যাচে হেরেছে। বরুশিয়া অবশ্য ছয় ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেছে। দুই ম্যাচে ড্র বায়ার্নের।
বায়ার্ন মিউনিখ গত ৮ মার্চ নিজেদের মাঠে বোচামের বিপক্ষে হেরেছিল। তারপর তারা আর কোনো ম্যাচে হারেনি। দীর্ঘ প্রায় ১০ মাস পর প্রথম হারের দেখা পেল দলটি।
এ ম্যাচে বায়ার্ন পয়েন্ট পাবে না এমনটি তার শত্রুরাও কল্পনা করতে পারেনি। কেননা অগসবুর্গ শিরোপার জন্য লড়াই নয়, তারা রেলিগেশন এড়ানোর জন্য লড়ছে। শুধু তাই নয়, দলটি গত ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত তারা এ ম্যাচের আগে কোনো জয়ের দেখা পায়নি।
ম্যাচে স্বস্তির পথেই ছিল বায়ার্ন। হিরোকি ইতোর গোলে তারা এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের এক ঝড় সব উলোট পালোট করে দেয়। আর্থার চাভেস ৭৫ মিনিটে এবং নোহা মাসেনগ্রো ৮১ মিনিটে গোল করে অগসবুর্গের জয় নিশ্চিত করেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















