বিসিবির সর্বশেষ আপিলের শুনানি হচ্ছে না আইসিসিতে

বড় সংকটের আশঙ্কা

বিসিবির সর্বশেষ আপিলের শুনানি হচ্ছে না আইসিসিতে

২৪ ঘণ্টার আল্টিমেটামেও সিদ্ধান্তে অনড় বিসিবি।

বিসিবির সর্বশেষ আপিলের শুনানি হচ্ছে না আইসিসিতে , টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বদলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টা সময় দেয় আইসিসি। তবে বিসিবি আরেকটি আপিল করে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে। কিন্তু সেটি সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় শুনানি হচ্ছে না। উল্টো বাংলাদেশের ক্রিকেটে আরও সংকট ঘনিয়ে আসার আশঙ্কা দেখা দিয়েছে।

টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে আইসিসি পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের সভা ডাকে এবং সেখানে ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যেও আগের সিদান্তে অটল থাকে বাংলাদেশ। বিসিবি আপিল করে ডিআরসির কাছে।

কিন্তু ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনার সুযোগ নেই। এবার শেষ চেষ্টা হিসেবে সুইজারল্যান্ডে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।

পিটিআই-কে বিসিবি থেকে এক কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসি-র ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সবকটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস।

বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে যাচ্ছে আইসিসিও। ইতোমধ্যে দুবাইয়ে পৌঁছেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানেই বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হতে পারে।

এছাড়া বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে আইসিসি। কারণ, গুঞ্জন উঠেছে, বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই, কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করা।  

Exit mobile version