বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যূ পরিবর্তেনের দাবিতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন পিসিবির সাবেক চেয়ারম্যান! নিরাপত্তার কারণে ভারত থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় না নিলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেলা এক প্রকার নিশ্চিতই বলা যায়।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তানও। এমন প্রতিবেদনের পক্ষে মত দিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজম শেঠি। শেঠির মতে, এমন সিদ্ধান্ত নিলে তা যুক্তিসঙ্গতই হবে।
এ বিষয়ে শেঠি বলেন, বাংলাদেশের অবস্থান যুক্তিসংগত ও নীতিনিষ্ঠ। টেলিকম এশিয়া স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে নাজম শেঠি বলেন,
‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের বিষয়ে একটি শক্ত ও বৈধ অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয় পিসিবি কী সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্তটির গুরুত্ব স্বীকার করলেও বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির ওপর আস্থা প্রকাশ করেন শেঠি। তিনি বলেন,
‘এটা কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি সেটিকে সমর্থন করব। মহসিন নকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে তার ভালো ধারণা আছে। তিনি যে সিদ্ধান্তই নিন, সেটাই সঠিক হবে এবং তার উচিত সেটিতেই অটল থাকা।
এ সময় শেঠি আইসিসিকেও আক্রমণ করে বলেন, বড় সিদ্ধান্তগুলোতে সংস্থাটি নিয়মিত ভারতের পক্ষ নিচ্ছে। তার ভাষায়, ‘আইসিসির সময় এসেছে প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া বন্ধ করার। অন্য দেশগুলোকেও রুখে দাঁড়াতে হবে। তা হলে আইসিসি বুঝবে-এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
এছাড়া শেঠির মতে, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের অনুরোধটি আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। তিনি বলেন,
‘বিসিবির কাছে যৌক্তিক কারণ ছিল, কারণ সেখানে উত্তেজনা ও হুমকি রয়েছে। কিন্তু আইসিসি বিষয়টি গুরুত্ব দিয়ে নেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, আর সিদ্ধান্তটিও ভারতের অনুকূলে এসেছে।
উল্লেখ্য, নাজাম শেঠি তিন দফায় পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন; সর্বশেষ মেয়াদ ছিল ডিসেম্বর ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত।
