বার্নসলিকে হারিয়ে পরের রাউন্ডে লিভারপুল
এফএ কাপের তৃতীয় রাউন্ডে বার্নসলিকে হারিয়ে সহজ জয়ে লিভারপুল চতুর্থ রাউন্ডে । নিজেদের মাঠের খেলায় ৪-১ গোলে জয় পেয়েছে তারা। ডোমিনিক সোবোসজলাই, জেরেমি ফ্রিমপং, ফ্লোরিয়ান উইর্টজ ও হুগো ইকিটিকে গোল করেন।
ডোমিনিক সোবোসজলাই নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। তার গোলেই শুরু হয়েছিল লিভারপুলের মিশন। কিন্তু সেই ডোমিনিক সোবোসজলাই দলকে ডোবাতে বসেছিলে। এমন এক কাজ করেছেন সে স্মৃতি তিনি আর কখনো মনে করতে চাইবেন না।
প্রথমার্ধের শেষ সময়ে ডোমিনিক সোবোসজলাই নিজেদের গোলের সামনে ভয়াবহ এক ভুল করে বসেন। ব্যাকহিল করে গোলরক্ষককে বল দিতে চেয়েছিলেন। কিন্তু বল গোলরক্ষকের কাছে পৌঁছায়নি। তার আগেই বার্নসলের অ্যাডাম ফিলিপস বল জালে পাঠিয়ে দেন। ৪০ মিনিটের এ ঘটনার চার মিনিট আগে অবশ্য লিভারপুল দ্বিতীয় গোলের দেখা পায়। জেরেমি ফ্রিমপং করেন গোলটি।
দ্বিতীয়ার্ধের শেষ সময়ে আরও দুই গোল করে লিভারপুল সহজ জয় তুলে নেয়। ৮৪ ও ইনজুরি সময়ে গোল দুটো করেন ফ্লোরিয়ান উইর্টজ ও হুগো ইকিটিকে।
ডোমিনিক সোবোসজলাইয়ের ঘটনা ভয়াবহ হতে পারতো যদি বার্নসলি যদি পেনাল্টিটা পেয়ে যেত। বার্নসলির পেনাল্টির আবেদন ভিএআর দেখে রেফারি বাতিল করে দেন।
