বিপিএলে ঢাকার বিপক্ষে নবি ও হায়দার আলীর লড়াইয়ের পরও অল্পতেই থামলো নোয়াখালী এক্সপ্রেস । বুধবার সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান তুলেছে দলটি। ফলে জিততে ঢাকার প্রয়োজন ১৩৪ রান।
এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালী ও ঢাকা। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে নেয়াখালী। ব্যাটিংয়ে নেমে ৩৬ রানে চার উইকেট হারায় তারা। ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’তেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নোয়াখালী।
১৮ রান তুলতেই ফিরে যান সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান ও মুনিম শাহরিয়ার। দলের বিপদে মোহম্মাদ নবি ও অধিনায়ক হায়দার আলী দলের হাল ধরেন। দুজনেই ফিফটির কাছা কাছি পৌছাঁয়। হায়দার ৩৬ বলে বিদায় নেন ৪৭ রানে। তবে নবি ৩৩ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রান করে অপরাজি থাকেন। বিপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি নবাগত নোয়াখালী এক্সপ্রেস।
