শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান

ডাম্বুলায় প্রথম টি-টোয়েন্টি জয়ে ১-০ তে এগিয়ে পাকিস্তান। ছবি: সংগৃহীত

ডাম্বুলায় শুরুর ম্যাচে পাকিস্তানের দাপট

শ্রীলঙ্কা সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আজ ডাম্বুলায় প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান । লো-স্কোরিং ম্যাচ দেখেছে ডাম্বুলা। টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম থেকেই রান তুলতে হিমশিম খেয়েছে। নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে তারা। সে কারণে বড় কোনো জুটি হয়নি।

শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান । ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৩৮ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ৩৪ ও ষষ্ঠ উইকেটে ৩৮ রানের দুটি ভালো জুটি গড়তে অবদান রাখেন জানিথ লিয়ানাগে। তিনি ৩১ বলে ২ চার, ১ ছয়ে ৪০ রান করেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন চারিথ আসালঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন সালমান মির্জা ও আবরার আহমেদ। মোহাম্মদ ওয়াসিম ও শাদাব খান নেন ২টি করে উইকেট।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতেই সাহিবজাদা ফারহানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে আউট হন সাইম আইয়ুব। ১৮ বলে ৩ চার, ১ ছয়ে সাইম ২৪ রানে বিদায় নিলেও ফারহান তুলে নেন হাফ সেঞ্চুরি।

ফারহান-সাইম পাওয়ার প্লে-তে ঝড় তোলেন, ছবি: সংগৃহীত

পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৫৯ এবং ১১.৩ ওভারেই ৩ উইকেটে ১০০ রান পেরিয়ে যায় পাকিস্তান।  শেষ পর্যন্ত অবশ্য ১৬.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১২৯ রান তুলে জয় পায় তারা।

ফারহান ৩৬ বলে ৪ চার, ২ ছক্কায় ৫১ রান করেন। আর শাদাব ১২ বলে ৩ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। ১টি করে উইকেট নেন মাহিশ থিকশানা, দুশমন্ত চামিরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ইনিংস- ১২৮/১০; ১৯.২ (লিয়ানাগে ৪০, আসালঙ্কা ১৮, হাসারাঙ্গা ১৮; সালমান ৩/১৮, আবরার ৩/২৫, ওয়াসিম ২/৭, শাদাব ২/২৫)।

পাকিস্তান ইনিংস- ১২৯/৪; ১৬.৪ ওভার (ফারহান ৫১, সাইম ২৪, শাদাব ১৮*, ধনঞ্জয়া ১/৪, ওয়ানিন্দু ১/১৭, থিকশানা ১/৩১, চামিরা ১/৩৪)।

ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: শাদাব খান

Exit mobile version