বিপিএলে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী । বুধবার মিরপুরে ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহীকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে চট্টগ্রাম রয়্যালস।
মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে তারা ৬ উইকেটে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে দেয়। অন্যদিকে রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফাইয়ারে খেলছে সিলেট টাইটান্স। এই ম্যাচে জয়ী দল আগামী শুক্রবার বিপিএলের ১২তম ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে।
একনজরে দুই দলের একাদশ :
রাজশাহী ওয়ারিয়র্স : সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ রুবেল, বিনুরা ফার্নান্দো।
সিলেট টাইটান্স : জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, স্যাম বিলিংস, মেহেদী হাসান মিরাজ, মঈন আলী (অধিনায়ক), ক্রিস ওকস, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, সালমান ইরশাদ।
