বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ রাতের ম্যাচে সিলেট টাইটান্সকে ১৪৮ রানের জয়ের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে রাজশাহী ২০ ওভারে ৮ উইকেটে করে ১৪৭ রান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রাজশাহী ওয়ারিয়র্স। মাত্র ২৭ রানেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৭ বলে ৯) ও সাহিবজাদা ফারহান (১২ বলে ১৪) উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৩২ বলে ৫৬ রানের জুটি গড়েন।
৮.৪ ওভারেই ৮৩ রান করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় রাজশাহী। ওই সময় শান্ত ২১ বলে ৫ চার, ১ ছয়ে ৩৪ রানে বিদায় নিলে জুটি ভাঙে। এরপর একের পর এক উইকেট হারিয়েছে রাজশাহী।

শুধু মুশফিক একপ্রান্তে ভালো খেলছিলেন। তিনিও ৩০ বলে ৪ চার, ১ ছক্কায় ৪০ রানে নাসুম আহমেদের বাঁহাতি স্পিনে সাজঘরে ফেরেন। পরবর্তী ১১.১ ওভারে ৬৫ রানে ৬ উইকেট হারিয়েছে রাজশাহী।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করতে পেরেছে রাজশাহী ওয়ারিয়র্স। নাসুম ৪ ওভারে ৩০ রানে ও শহিদুল ইসলাম ৪ ওভারে ৩৭ রানে ২টি করে উইকেট নেন। আব্দুল গাফফার সাকলাইন ১১ বলে ১ চার, ১ ছয়ে ১৬ রানে অপরাজিত থাকেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















