সমালোচকদের জবাব দিলেন সাকলাইন

সমালোচকদের জবাব দিলেন সাকলাইন

টেপ টেনিসের বোলার বলা সমালোচকদের জবাব দিয়েছেন সাকলাইন। চলমান বিপিএলে প্রথমবারের মতো খেলছেন আব্দুল গাফফার সাকলাইন। গত মঙ্গলবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে রাজশাহী ওয়ারিয়র্সকে বড় জয় এনে দেন তিনি।

ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট শিকার করেন এই পেসার। অনেকেই বলেন, তিনি টেপ টেনিস খেলে এতদূর এসেছেন। সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ পেয়ে সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে ভুল করেননি সাকলাইন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। আমি ভালোভাবে অবদান রাখতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলকে জয় এনে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট।’

এছাড়া তিনি বলেন,‘প্রতিপক্ষ শুরুটা ভালো করেছিল। অধিনায়ক যখন আমাকে বোলিংয়ে আনেন, তখন আমি নিজের শক্তির জায়গায় থেকে নির্দিষ্ট লাইনে ও লেন্থে বল করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের রহমতে তাতে সফল হয়েছি।’

এছাড়া তিনি বলেন,‘আমি ব্রাজিলের সমর্থক। তবে খেলোয়াড় হিসেবে রোনালদোকে পছন্দ করি-তার পরিশ্রম ও ডেডিকেশনের জন্য। সেখান থেকেই শেখার চেষ্টা করি। সেই অনুপ্রেরণাতেই এই সেলিব্রেশন। ভালোই লাগে। প্রত্যেক মানুষের আলাদা আলাদা পছন্দ থাকতে পারে। ইনশাআল্লাহ, সবসময়ই এই উদযাপন করার চেষ্টা করব। যেহেতু তাকে খুব পছন্দ করি, আল্লাহ পাক সুস্থ রাখলে এই উদযাপন চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।’

পরে নিজের ক্রিকেটসফর নিয়েও কথা বলেন সাকলাইন, ‘সৈয়দপুরে আগে যারা সিনিয়র বড় ভাই ছিলেন, তারাও পেস বোলিং করতেন। তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি। একাডেমিতে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি কী খেলি, তখনই বলেছিলাম-আমি পেস বোলার। সেখান থেকেই সামনে এগিয়ে চলা।’

টেপ টেনিস খেলে বিপিএলে আসার বিষয়ে তিনি বলেন,‘আপনারা প্রায়ই বলেন আমি টেপ টেনিস থেকে এখানে এসেছি, কিন্তু বাস্তবতা তা নয়। আমি ৭-৮ বছর ধরে ঘরোয়া ক্রিকেট খেলেছি ২ বছর সেকেন্ড ডিভিশন, ১ বছর থার্ড ডিভিশন এবং ২ বছর ফার্স্ট ডিভিশন। সেখান থেকেই আমার যাত্রা শুরু। চলতি বছর এইচপিতে সুযোগ পেয়েছি এবং ভালো করার চেষ্টা করেছি। নিজের কাজে মনোযোগ দিয়েছি, বাকিটা আল্লাহ পাকের রহমত।’

Exit mobile version