সালাউদ্দিনের পদত্যাগ নিয়ে বিসিবির বক্তব্য
পদত্যাগপত্র জমা দেননি সালাউদ্দিন-বিসিবি । ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চলেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। মঙ্গলবার রাত থেকেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল! বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ দলের এই কোচ মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে হাজির হলে সেই গুঞ্জন আরও ডালপালা মেলে।
কিন্তু না। দেশ সেরা এই কোচ এখনও পদত্যাগপত্র জমা দেননি। খেলালাইভকে বিষয়টা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফীস। মুঠোফোনে তিনি বলেন,‘তিনি (সালাউদ্দিন) বিসিবিতে এসেছিলেন। কিন্তু তিনি পদত্যাগপত্র জমা দেননি।’
পদত্যাগপত্র জমা দিলে বিসিবি গ্রহণ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন,‘পদত্যাগপত্র জমা দিতে আসলে তখন সে বিষয়ে কথা বলা যা। এখনই এ বিষয়ে কিছু বলা ঠিক না।’
তবে বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। তবে এখন দেখার বিষয় সালাহউদ্দিন নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কিনা। সালাহউদ্দিন গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
সিনিয়র সহকারী কোচ হলেও সালাহউদ্দিন গত কিছুদিন বাংলাদেশ দলের ব্যাটিং কোচেরও দায়িত্ব সামলেছেন। মূলত ডেভিড হেম্পের বিদায়ের পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের পদটি খালি পড়ে আছে। সেখানে একজন বিদেশী কোচের নিয়োগের চিন্তা থাকলেও কারো সঙ্গে কথা চূড়ান্ত করতে পারেনি বিসিবি।
আপাতত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে আসবে। সফরে তারা দুটি টেস্ট ও তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। প্রথম দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর, আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর। এই সিরিজের পর জানা যাবে আশরাফুলের সঙ্গে বিসিবি চুক্তির সময় বাড়াচ্ছে কিনা। কিংবা সালাহউদ্দিন কোচের দায়িত্ব ছাড়ছেন কিনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















