নারী ক্রিকেটের ইতিহাসের নতুন অধ্যায় রচিত হলো ভারত এর জন্য। রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারমানপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। এই জয়ের সঙ্গে এসেছে কৃতিত্বের সঙ্গে অর্থের পুরস্কারও।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের মেয়েদের দিয়েছে ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি ২৬ লাখ টাকার সমান। তার ওপর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নারীদের জন্য ঘোষণা করেছে আরও ৫১ কোটি রুপি পুরস্কার। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “জয় শাহ দায়িত্ব নেওয়ার পর নারী ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। মেয়েদের প্রাইজমানি এখন ছেলেদের সমতুল্য। এই ধরণের পদক্ষেপ নারী ক্রিকেটকে আরও প্রেরণা দিচ্ছে।”
ফাইনালে ভারতের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেফালি ভার্মা, দীপ্তি শর্মা এবং স্মৃতি মান্ধানা। শেফালির ব্যাটে এসেছে ৮৭ রান, যা দলের বড় পুঁজি গড়েছে। বল হাতে শেফালি এবং দীপ্তি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনকে ধ্বংস করেছে, যেখানে দীপ্তি ৫ উইকেট নিয়েছেন। এর ফলে ভারত নারী ক্রিকেট দলের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হল।
আইসিসি নারী বিশ্বকাপে এবারের মোট প্রাইজমানি দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি। ২০২২ সালের নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপে এই পরিমাণ ছিল মাত্র ৩৫ লাখ ডলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















