গুয়াহাটি টেস্ট ভারতীয়দের জন্য দুঃস্বপ্ন
দক্ষিণ আফ্রিকা-ভারত গুয়াহাটি টেস্ট শেষ দিনের সকালটা যেন ভারতীয়দের জন্য দুঃস্বপ্নের মতো শুরু হয়। চতুর্থ দিন শেষে ভারতের হাতে ছিল ৮ উইকেট আর জেতার জন্য দরকার ছিলো আরও ৫২২ রান। জয়টা মোটামুটি অসম্ভবই ছিল বলা যায়। লক্ষ্য ছিল কোনোভাবে টেস্ট ড্র করা। কিন্তু শেষমেষ ড্র তো দূরে থাক রানের ব্যবধানে রেকর্ড গড়ে হারলো ভারত । ৪০৮ রানের বিশাল ব্যবধানে টেস্ট হেরেছে ভারত। পূর্বের লেখা গুয়াহাটিতে লজ্জার হার ভারতের, বিস্তারিত নিচে দেওয়া হল।

ইনিংসের শেষ মুহূর্তে কেশব মহারাজের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দেন মোহাম্মদ সিরাজ। মিড অন থেকে দৌড়ে এসে মার্কো জানসেন পড়ে গেলেও বল হাত থেকে ফেলেননি। টেম্বা বাভুমা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকলেন ক্যাচটি দেখে। এই ক্যাচেই ভারত অলআউট ১৪০ রানে এবং দক্ষিণ আফ্রিকা জিতে নেয় ৪০৮ রানের বিশাল ব্যবধানে। ভারতের মাটিতে প্রোটিয়াদের সবচেয়ে বড় জয় এটি, দক্ষিণ আফ্রিকা-ভারত গুয়াহাটি টেস্ট হারে এটি ভারতের জন্য রেকর্ড লজ্জা।
সঙ্গে আসে আরও বড় অর্জন। দুই টেস্টে টানা জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় দক্ষিণ আফ্রিকা। ২০০০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জেতার কীর্তি গড়লেন বাভুমারা।
সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার ধৈর্যশীল জুটি কিছুটা আশা দিইয়েছিল ভারতকে, তবে তা বেশি দূর আগায়নি। মুথুসামির বলে সুদর্শন আউট হন দ্বিতীয় সেশনের শুরুতেই। এরপর ওয়াশিংটন সুন্দরকেও ফিরিয়ে দেন হারমার। সেই ক্যাচ ধরেই এক টেস্টে সর্বোচ্চ ৯ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন এইডেন মারক্রাম।

নিতিশ রেড্ডি আউট হওয়ার পর জাদেজাই ছিলেন শেষ ভরসা। তিনি ফিফটি করেও দলকে বাঁচাতে পারেননি। পরপর দুই বলে মহারাজ আউট করেন জাদেজা ও সিরাজকে। হারমার ২৩ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৬ উইকেট, ম্যাচে তার শিকার ৯ উইকেট। ভারত পুরো ইনিংস জুড়ে দক্ষিণ আফ্রিকার বোলিং-ফিল্ডিংয়ের বিপরীতে দাঁড়াতেই পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















