বার্সেলোনার জালে চেলসির তিন গোল : উয়েফা রাতে বড় চমক

বার্সেলোনার জালে চেলসির তিন গোল উয়েফা রাতে বড় চমক

বার্সেলোনার জালে চেলসির তিন গোল। ছবি: সংগৃহীত

শিরোপা প্রত্যাশী বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে বার্সেলোনার সমর্থকদের চোখ-নাকের পানি এক করে দিয়েছে চেলসি। বার্সেলোনার জালে চেলসির তিন গোল হজম করেই ডুবে গেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডে নিজেদের মাঠে শিরোপা প্রত্যাশী বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। এ জয়ে একদিকে চেলসি আবারও শিরোপা লড়াইয়ে নিজেদের দৃঢ়ভাবে তুলে এনেছে, অন্যদিকে বার্সেলোনার সামনে পথটা আরও কঠিন হয়ে গেল। পাঁচ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ১০, সেখানে বার্সেলোনা আটকে আছে ৭ পয়েন্টে।

স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত এ ম্যাচে ফুটবল ভক্তদের সামনে সবকিছুর পসরা সাজিয়ে নিয়ে বসেছিল। ম্যাচে যেমন লাল কার্ড ছিল, তেমনি ছিল আত্মঘাতি গোল। সে সঙ্গে এস্তেভাওয়ের দৃষ্টিনন্দন গোল। এস্তেভাওয়ের পারফরম্যান্সের সামনে এদিন দর্শক ছিলেন বার্সেলোনার টিনএজার তারকা লামিনে ইয়ামাল।

বার্সেলোনার দুর্গতি শুরু হয় আত্মঘাতি গোলে। ২৭ মিনিটের সময় হুলেস কুন্দে নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই গোলে পিছিয়ে থেকে বার্সেলোনা বিরতিতে যায়। তবে তার আগে আরও একটা সর্বনাশ হয় স্প্যানিশ ক্লাবটির। সফরকারী দলের অধিনায়ক রোনাল্ড আরাউহো ৪৪ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। মূলত প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য ছিল চেলসির। একের পর এক আক্রমণে বার্সেলোনার জালে চেলসির তিন গোল অনেকটা বোতলবন্দি করে রেখেছিল।

বিরতির পরপরই চেলসি পেয়ে যায় দ্বিতীয় গোল। বর্তমান সময়ের দুই সেরা টিনএজার তারকার লড়াইয়ে লামিনে ইয়ামালকে দাঁড়াতেই দেননি এস্তেভাও। অসাধারণ এক গোল করেছেন এই টিনএজার। ফুটবল ভক্তদের মন কেড়েছে তার এই গোল। নিশ্চিতভাবে ইংলিশ দর্শকদের দীর্ঘদিন এই গোলের স্মৃতি মনে থাকবে। ম্যাচ শেষ হওয়ার আগে লিয়াম দেলাপ বার্সেলোনার খেলায় ফেরার সব সম্ভাবনা শেষ করে তৃতীয় গোল করেন।

Exit mobile version