যুব এশিয়া কাপ বিতর্ক – ভারতের বিরুদ্ধে আইসিসিতে যাওয়ার ঘোষণা

যুব এশিয়া কাপ বিতর্ক

যুব এশিয়া কাপ ক্রিকেট ফাইনালে পাকিস্তান - ভারতে

ট্রফির রেশ কাটেনি – শুরু হলো অভিযোগের পালা

যুব এশিয়া কাপ এর ফাইনাল শেষ হয়েছে, ট্রফি গেছে পাকিস্তানের ঘরে। কিন্তু মাঠের লড়াই থামলেও যুব এশিয়া কাপ বিতর্ক থামছে না। ট্রফির রেশ কাটেনি, শুরু হলো অভিযোগের পালা । এবার ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের বিরুদ্ধে সরাসরি অনৈতিক আচরণের অভিযোগ তুললেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। ছবি : কালেক্টেড

দুবাই সফর শেষে পাকিস্তানে ফিরে ভারতীয় দলের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাকভি। তার অভিযোগ, ম্যাচ চলাকালীন ভারতের কয়েকজন ক্রিকেটার অতিআগ্রাসী ও অখেলোয়াড়সুলভ আচরণ করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমকে নাকভি বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের ক্রিকেটাররা বিভিন্নভাবে পাকিস্তানের খেলোয়াড়দের উত্যক্ত করেছে। এ ঘটনায় তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন। একই সঙ্গে তিনি বলেন, খেলাকে রাজনীতি থেকে আলাদা রাখাই উচিত।

অনুর্ধ্ব ১৯ এসিয়া কাপ ফাইনালের ছবি। ছবি: কালেক্টেড

নাকভির আগেই ভারতীয় দলের আচরণ নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কোচ সরফরাজ আহমেদ। তার ভাষায়, ফাইনালে ভারতের ক্রিকেটারদের আচরণ ক্রিকেটীয় সৌজন্যের পরিপন্থী ছিল। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান দল শালীনতা বজায় রেখেই উদযাপন করেছে। সরফরাজ বলেন, রীতিনীতি মেনে খেলাই তাদের সংস্কৃতি, কিন্তু ভারত সেই পথে হাঁটে না।

এর আগেও ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ কম ছিল না।

প্রায় তিন মাস আগে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। যদিও নানা নাটকীয়তায় সেই ট্রফি এখনও ভারতীয় ক্রিকেটারদের হাতে ওঠেনি। এর মধ্যেই গত রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আবার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

তবে এই ম্যাচে লড়াই বলতে গেলে একপেশেই ছিল। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল তোলে ৩৪৮ রান। জবাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায়।

মাঠের ফলাফল স্পষ্ট হলেও, ম্যাচ-পরবর্তী অভিযোগে ভারত-পাকিস্তান ক্রিকেট দ্বন্দ্ব যে নতুন মাত্রা পাচ্ছে, তা বলাই যায়। এখন দেখার বিষয়, আইসিসির দরজায় ওঠা এই অভিযোগ শেষ পর্যন্ত কোন পথে গড়ায়।

Exit mobile version