গারনাচোর জোড়া গোল সত্ত্বেও চেলসির হার , কোচ হিসেবে ঘরের মাঠে প্রথম ম্যাচে লজ্জায় ডুবতে হয়েছে চেলসির কোচ লিয়াম রোজেনিওরের। কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তার দল হোম ম্যাচে আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরে গেছে।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল হজম চেলসির বড় সর্বনাশ ডেকে আনে। সপ্তম মিনিটে বেন হোয়াইট ও ৪৯ মিনিটে ভিক্টরের গোলে আর্সেনাল দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসে আলেহান্দ্রো গারনাচো চেলসির সমর্থকদের মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু তার জোড়া গোলও চেলসিকে জয় এনে দিতে পারেনি।
গারনাচো ৫৭ মিনিটে প্রথম গোল করেন। ৮৩ মিনিটে করেন দ্বিতীয় গোল। তার আগে অবশ্য মার্টিন জুবেমেন্দি গোল করে আর্সেনালের জয় অনেকট নিশ্চিত করে ফেলেছিলেন। দলকে এগিয়ে নিয়েছিলেন ৩-১ গোলে। ফলে ৮৩ মিনিটে গারনাচোর গোল আর্সেনালকে কোনো বিপদে ফেলতে পারেনি।
আগামী ৩ ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে। অন্য সেমিফাইনালের প্রথম লেগে আগের দিন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে নিউক্যাসলকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যায়। ফিরতি লেগের খেলা ম্যানসিটি নিজেদের মাঠে খেলায় তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে।
রনকোচ হিসেবে ঘরের মাঠে প্রথম ম্যাচে লজ্জায় ডুবতে হয়েছে চেলসির কোচ লিয়াম রোজেনিওরের। কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে তার দল হোম ম্যাচে আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরে গেছে।
প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শুরুতে দুই গোল হজম চেলসির বড় সর্বনাশ ডেকে আনে। সপ্তম মিনিটে বেন হোয়াইট ও ৪৯ মিনিটে ভিক্টরের গোলে আর্সেনাল দুই গোলের ব্যবধানে এগিয়ে যায়। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসে আলেহান্দ্রো গারনাচো চেলসির সমর্থকদের মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু তার জোড়া গোলও চেলসিকে জয় এনে দিতে পারেনি।
গারনাচো ৫৭ মিনিটে প্রথম গোল করেন। ৮৩ মিনিটে করেন দ্বিতীয় গোল। তার আগে অবশ্য মার্টিন জুবেমেন্দি গোল করে আর্সেনালের জয় অনেকট নিশ্চিত করে ফেলেছিলেন। দলকে এগিয়ে নিয়েছিলেন ৩-১ গোলে। ফলে ৮৩ মিনিটে গারনাচোর গোল আর্সেনালকে কোনো বিপদে ফেলতে পারেনি।
আগামী ৩ ফেব্রুয়ারি ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে। অন্য সেমিফাইনালের প্রথম লেগে আগের দিন ম্যানচেস্টার সিটি ২-০ গোলে নিউক্যাসলকে হারিয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে যায়। ফিরতি লেগের খেলা ম্যানসিটি নিজেদের মাঠে খেলায় তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















